নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফ্রেবুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ মহি উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, থানার ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমদ,মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, নবীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, আনসার ভিডিপির খাদিজা আক্তার, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া,ছালিক মিয়া, মহিবুর রহমান হারুন,সাজু আহমেদ চৌধুরী,ছাইম উদ্দিন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মাহবুব আলী নুরু,মহিলালীগের সাধারন সম্পপাদক শেখ ছইফা রহমান কাকলী, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান, প্রমূখ।
সভায়,সভায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত,অবৈধ দোকানপাট উচ্ছছেদ করতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,পৌর পরিষদ ও থানা পুুুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নবীগঞ্জ নতুনবাজার মোড়ে ট্রাক ও গাড়ী আটক করে অবৈধভাবে টাকা আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply