ডেস্ক নিউজ:: দেশে গত ২৪ ঘন্টায়করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এটি গত নয় মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মহামারি করোনা ভাইরাসে মোট ৮ হাজার ২৫৩ জনের মৃত্যু হল।
এছাড়া একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪০৪ জন। আর সুস্থ হয়েছেন ৪২২ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষথেকেদেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ২১০টি ল্যাবে ১৪ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ৪০৪ জন। এ পর্যন্ত ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে মারা গেছেন পাঁচজন, যা প্রায় নয় মাস পর সবচেয়ে কম মৃত্যু।
Leave a Reply