দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: মানুষ যেভাবে সহজে টিকা নিতে পারেন তার জন্য দক্ষিণ সুনামগঞ্জের করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর দ্বিতীয় নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বুধবারব(২৪ ফেব্রুয়ারি) বিকাল ২টায় উপজেলার পাগলা বাজারের মিজান ফার্মেসিতে এ নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিন শরিফী।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, গৌরী ভট্রাচার্জ, মল্লিকা দাস, মাওলানা এমদাদুল হক, মিজান ফার্মেসীর সত্বাধিকারী মিজানুর রহমান, প্রেসক্লাব সদস্য জামিউল ইসলাম তুরান, সাংবাদিক নাহিদ আহমেদসহ প্রমুখ।
Leave a Reply