দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ৭-ই মার্চ’ ২০২১ উদযাপন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) সকাল ৯ টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, শিশুবিষয়ক কর্মকর্তা হাসান কবির, সংবাদকর্মী সামিউল কবির প্রমুখ।
এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply