নবীগঞ্জ সংবাদদাতা : আগামী ১৭-ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, সল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উন্নয়ন, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১-ই মার্চ) সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুল হক চৌধুরী সেলিম , সহকারী কমিশনার(ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারন সম্পাদক ডা: নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ।
Leave a Reply