সংবাদদাতা::নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সুমন রায়ের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্টান মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স এ দোকান কর্মচারী শিপন দাশ(৩০) কর্তৃক হামলার ঘটনায় আহত নিরঞ্জন রায়(৫৫) দাহ সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধা ৬টায় নিজ বাড়ী নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে পাঞ্জারাই গ্রামে লাশবাহী এম্বুলেন্স এসে পৌছে।
এ সময় পরিবারের লোকজনের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্ত্রী,পুত্রসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন। নিরঞ্জন রায়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়। সন্ধা সাড়ে ৭টার সময় স্থানীয় শ্নশানঘাটে তার লাশ দাহ করা হয়েছে বলে নিহত নিরঞ্জন দাশের পুত্র কৃষœ রায় জানান।
উল্লেখ্য ইনাতগঞ্জের পার্শ্ববর্তী পাঁইলগাঁও ইউনিয়নের আলিপুর গ্রামের সুমন রায়ের মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স নামে ইনাতগঞ্জ বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে ২৫ জুন সোমবার রাত ১১টার দিকে দোকান কর্মচারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাশিপুর গ্রামের প্রতেন্ড দাশের ছেলে শিপন দাশ(৩০) এর দাড়ালো অস্ত্রের হামলায় আহত হন জগন্নাথপুর উপজেলার মেঘেরকান্দি গ্রামের মাখন দাশের পুত্র দিলিপ দাশ(২৫) ও নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত রাধানাথ এর পুত্র দোকান ম্যানেজার নিরঞ্জন রায়(৫৫)।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত মঙ্গলবার নিরঞ্জন রায় মৃত্যুর কুলে ডলে পড়েন। অপর আহত দিলিপ রায় শংকামুক্ত। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ এখনো ঘাতক শিপন গ্রেফতার হয়নি।
তবে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানিয়েছেন,গ্রেফতার অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।
Leave a Reply