সুনামগঞ্জ প্রতিনিধি ::
কোভিড ১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় দাফ মোকাবেলায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা পুলিশও সচেতনতামুলক মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় শহরের ট্রাপিক পয়েণ্টে পুলিশ সুপার মো: মিজানুর রহমান মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আলী খান পাঠান, সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ শামসুল ইসলাম, ডিবি ওসি ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক নন্দন কান্তি ধরসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সুপার বলেন, কোভিড ১৯ করোনা ভাইরাস সারা পৃথিবীতে আবারও মহামারী আকার ধারণ করছে। এই মরণব্যাধি করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাচঁতে হলে সচেতন হতে হবে এবং সবাইকে মাস্ক পরিধান করতে হবে। পুলিশ বিভাগের পক্ষ থেকে এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply