কানাইঘাট প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসানের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যনা আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারীয়ান শাহজাহান সেলিম বুলবুল, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন প্রমুখ।
বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সুধীজনদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ধামীয়ে রাখার জন্য ঢাকায় নির্বিচারে হত্যাজঞ্জে মেতে উঠে।
কিন্তু বাঙ্গালি জাতি ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে স্বাধীনতার বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়। এ দিনে যারা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন ইতিহাসের পাতায় সব সময় তারা স্মরনীয় হয়ে থাকবেন জাতি সব সময় শ্রদ্ধা সাথে তাদের স্মরন রাখবে।
Leave a Reply