নবীন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে স্বাধীনতার পরবর্তী পুলিশ বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডি.আই.জি শৈলেন্দ কিশোর চৌধুরী সহ অসুস্থ্য অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে পারিবারিক খোঁজ নিয়ে বিভিন্ন মহলে প্রশংসিত পুলিশ সুপার আলমাগীর হোসেন।
স্বাধীনতার সূবর্ন জয়ন্তীর আগের দিন ২৫শে মার্চ সোনাইমুড়ী পৌর এলাকায় কৌশল্যারবাগে, স্বাধীনতা পরবতীতে পুলিশের প্রথম ডি.আই.জি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শৈলেন্দ কিশোর চৌধুরীর বাড়ীতে গিয়ে তার শারিরীক অবস্থা ও পারিবারিক খোঁজ খবর নেন এবং নোয়াখালী পুলিশের পক্ষ হতে উপহার সামগ্রী তুলে দেন।
এছাড়া সন্ধ্যায় অম্বর নগর ইউনিয়নে পুলিশ মুক্তিযোদ্ধা অবঃ এসআই আলী আহম্মেদ এর বাড়ীতে গিয়ে উপহার সামগ্রী দিয়ে পারিবারিক খোঁজ নিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। স্বাধীনতা দিবসে দেশের এই বীর সন্তান অবসরপ্রাপ্ত ডি.আই.জির নিজ বাড়ীতে পুলিশ সুপারের সম্মাননা পেয়ে শেষ জীবনের বড় আনন্দ প্রকাশ করেন। জাতীর বীর সন্তানদের সম্মান জানাতে পেরেই নিজকে গর্বিত মনে করেন, পুলিশ সুপার আলমগীর হোসেন।
Leave a Reply