-
- লিড নিউজ
- নবীগঞ্জে ব্যবসায়ীর মোবাইল ও টাকা ছিনতাই
- আপডেট টাইম : March, 30, 2021, 9:30 am
- 317 বার
বুলবুল আহমেদ:: নবীগঞ্জে রুবেল মিয়া নামে এক ব্যবসায়ীকে মারপিট করে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে একদল ছিনতাইকারী। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ওই ব্যবসায়ী।
জানা যায়,নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের ব্যবসায়ী মিঠাপুর গ্রামের রুবেল
মিয়া প্রতিদিনের মতো গত সোমবার রাত ১১ টার সময় তার ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ীতে যাচ্ছিলেন।
পথিমধ্যে ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারী পিছন থেকে তাকে ঝাপটে ধরে নির্জন অন্ধকার স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তার চোখ বেধে বেদরক মারপিট করে। এ সময় তার সাথে থাকা ফ্লেক্সিলোডের দুটি মোবাইল ও টাকা, তার ব্যবহৃত ১টি স্মার্ট ফোন, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় ব্যবসায়ী রুবেলের সু- চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ব্যবসায়ী রুবেল মিয়া জানান ৩জন ছিনতাইকারী তাকে ঝাপটা ধরে অন্ধকার স্থানে নিয়ে রড দিয়ে মাথায় আঘাত করে। তার সাথে থাকা ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply