কানাইঘাট প্রতিনিধিঃকরোনায় হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশিত ১৮’দফা কানাইঘাটে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনার মধ্যে করোনা থেকে রক্ষা পেতে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা সহ সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ পালন, মাস্ক পরা নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান জোরদার, রাত ১০ টার মধ্যে উপজেলার সকল হাট-বাজারের দোকান পাট বন্ধ রাখা সহ যান-বাহনের অর্ধেক যাত্রী পরিবহন, করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য উপজেলা জুড়ে ব্যাপক প্রচার-প্রচারনা চালানো উপর গুরুত্ব দেওয়া হয় সভায়। এসব নির্দেশনা মেনে চলার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সবাইকে বিনীত ভাবে আহ্বান জানিয়েছেন। সরকারের নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা সহ সব ধরনরে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিত শর্মা, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পদক আব্দুল হেকিম শামীম, কোষাধক্ষ্য নজির উদ্দিন প্রধান, কানাইঘাট দক্ষিন বাজার অটোরিক্সা সিএনজি স্টান্ডের সভাপতি শ্রমিক নেতা জুনেদ হাসান জিবান, উত্তর বাজার সিএনজি স্টান্ডের সভাপতি জাকারিয়া প্রমুখ।
Leave a Reply