-
- জাতীয়
- সুনামগঞ্জে গোলাপ বিড়ি জব্দ
- আপডেট টাইম : April, 6, 2021, 12:36 pm
- 296 বার
সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জে ২০ বস্তা ৬ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত গোলাপ বিড়ি জব্দ করেছে র্যাব-৯।
গত সোমবার বিকেলে সিনিয়র এসপি মোহাম্মদ আবদুল্লাহ ও কাস্টমসের সহকারী কমিশনার মাধব বিকাশ দেব রায় যৌথ অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করা হয়।
সিনিয়র এসপি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সুনামগঞ্জের সিলেট রিজিয়নের বাদাঘাট এরিয়ার বিশম্ভরপুর উপজেলার আনন্দ বাজার অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ২০ বস্তা ৬ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত গোলাপ বিড়ি জব্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply