আলী জাবেদ মান্না, চীফ রিপোর্টার:
করোনাভাইরাস প্রতিরোধে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এসময় মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থবিধি না মানায় ৫ ব্যক্তিকে ৬ হাজার ৬০০টাকা অর্থদন্ড করেন তিনি। জানা যায়, গতকাল (১২ এপ্রিল) সোমবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার কাজিরবাজার এলাকায় বিভিন্নস্থানে মাইক ও লিফলেট হাতে নিয়ে সচেতনামূলক প্রচারণা করেন এবং বিনামূল্যে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫ ব্যক্তিকে ৬ হাজার ৬০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। নবীগঞ্জ থানার একদল পুলিশ উক্ত অভিযানের প্রসিকিউশনে সহায়তা করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারা মাস্ক ও স্বাস্থ্যবিধি মানছেন না তাদের জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে।
Leave a Reply