দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল রহমানের ছেলে মো: অজুদ মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে ঘোড়াডুম্বুর এলাকা থেকে অজুদ মিয়াকে গ্রেফতার করে সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, চুরি ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply