ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা :: শব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত মানবিক সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ বিতরণ করা শুরু হয়েছে গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায় ও হতদরিদ্র কুলিদের মাঝে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে জেলা শহরের রেলওয়ে স্টেশনের কুলি শ্রমিক ও তৃতীয় লিঙ্গ (হিজরা) জনগোষ্ঠীর মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। এ সব নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসক আবদুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতবলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহীদুর রহমান, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন, রেল স্টেশন মাস্টার মো. আবুল কাশেমসহ অন্যান্য কর্মকর্তারা।এ কর্মসূচীতে জেলার ৩০ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া সম্প্রদায়) এবং ৩০ জন রেলওয়ের কুলিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। তাদের প্রত্যেকে ৫০০ টাকা করে দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
Leave a Reply