-
- জাতীয়
- নবীগঞ্জের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাশ হলো চট্টগ্রামে
- আপডেট টাইম : April, 26, 2021, 4:53 pm
- 276 বার
আলী জাবেদ মান্না চীফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের ময়না ওরফে কাঁচা মিয়ার পুত্র আইন উদ্দিন (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্রগ্রামে মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায় আইন উদ্দিন বিগত কয়েক বছর ধরে চট্রগ্রাম নগরীতে রাজমিস্ত্রী কাজ করছিলেন।
গত রবিবার রাত সাড়ে ১০ টার সময় নির্মাধীন দালান খরে অসাবধানতাবশত সে বিদ্যুতের মেইন তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ তার বাড়ীসহ এলাকায় এসে পৌছলে মা বাবা ও আত্মীয় স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।
পারিবারিক সূত্র জানায়,রাতে নিজ বাড়িতে লাশ আসার পর নামাজে জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply