নবীন, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবর্তী ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবতীর (২০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবতীকে ছুরিকাঘাতে হত্যার পর দেহ আগুনে পুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার জনতা বাজার খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরপাবর্তী ৫ নম্বর ওয়ার্ডের জনতা বাজার খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারীর পোড়া লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবতীতে ছুরিকাঘাতে হত্যার পর খাল পাড়ে এনে আগুন দিয়ে লাশ পুড়ে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
Leave a Reply