নবীন নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর সোনানাইমুড়ীতে এক রিকশাচালকের কিশোরী কন্যা (১৪) কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার লাকসামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবদুর রব (২৮) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বাকের মিয়া ওরফে আবু তাহেরের ছেলে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের বজরা গ্রামে এক রিকশাচালকের মেয়ে একটি দোকানে মোবাইলে রিচার্জ করতে যায়। দোকান থেকে ফেরার পথে একই গ্রামের বাকের মিয়ার বখাটে ছেলে আবদুর রব তার গতিরোধ করে। পরে পশ্চিম বজরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৮) এসে তার মুখে গামছা পেঁচিয়ে স্কুলের পাশে ধানক্ষেতে নিয়ে যান এবং একই গ্রামের সেরু মিয়ার পুত্র সালা উদ্দিন (২৯) এসময় পাহারা দেন। এরপর তারা কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদেরকে জানায়। ওইদিন রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত তিনজনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করেন।
ওসি গিয়াস উদ্দিন আরও বলেন, সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনার প্রধান আসামিকে ঘটনার দুই দিনের মধ্যে আটক করা হয়েছে। আটক আসামিকে রবিবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া অপর আসামিদের গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply