নবীগঞ্জ সংবাদদাতা : রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা (জিআর) বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ৫শ অসহায় হত দরিদ্র মানুষের মাঝে পাঁচশত টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,দীঘলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী,নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
Leave a Reply