বুলবুল আহমেদ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে মরতু বিবি (৬৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ ম) বিকেলে উপজলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের জোয়াল ভাঙ্গার হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জয়তুন বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়- মঙ্গলবার দুপুরে জোয়াল ভাঙ্গার হাওরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লাকজন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ- বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানা ওসি মোহাম্মদ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে জয়তুন বিবির লাশ উদ্ধার করেন। স্থানীয়দের দাবী, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ। বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ- বাহুবল সার্কেল,সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন,জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মাজার মাজার ঘুরে বেড়াতেন
Leave a Reply