অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির বিদায়ী পুলিশ পরিদর্শক শামছ উদ্দিন খাঁনের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ইনাতগঞ্জ বার্তার পক্ষ থেকে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতেই এই সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। (৩০ মে) রোববার বিকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইনাতগঞ্জ বার্তার উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, এস, আই শাহাজান আহমদ, এ,এস, আই আব্দুস সামাদ আজাদ, ইনাতগঞ্জ বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম, নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না, প্রধান প্রতিবেদক অঞ্জন রায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি উত্তম কুমার দাশ, দৈনিক আমার হবিগঞ্জ প্রত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি দিপু আহমেদ, দৈনিক ইনাতগঞ্জ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আর এইচ পাবেল, মাসুদ সিকদার প্রমুখ। এ সময় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদ্য বিদায়ী পরিদর্শক শামছ উদ্দিন খাঁন। তিনি উপস্থিত সাংবাদিকবৃন্দ ও দৈনিক ইনাতগঞ্জ বার্তা পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply