নবীগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জে মিথ্যা মামলায় কারাভোগ করছেন নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব। এদিকে মোফাজ্জল ইসলাম সজীবের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ জুন) বিকেলে অনলাইন প্রেস-ক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শহরের নিউমার্কেটে অনলাইন প্রেস-ক্লাবের কার্যালয়ে সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, পাঠাগারও প্রকাশনা সম্পাদক দিপু আহমেদ, ক্রীড়া সম্পাদক অঞ্জন রায়, কোষাধ্যক্ষ শাহরিয়ার আহমেদ শাওন, সদস্য নাজমুল ইসলাম, জাফর ইকবাল, নীরব তালুকদার। জরুরি সভায় বক্তরা বলেন, সাংবাদিক মোফাজ্জল ইসলাম সজীবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এই মামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে মোফাজ্জল ইসলাম সজীবের মুক্তি চাই। জরুরি মিটিং শেষে নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক মোফাজ্জল ইসলাম সজীবের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মা কে শান্তনা দেওয়ার চেষ্টা করেন এবং সজীবকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি আলম নামে এক ব্যাক্তির দায়ের করা মামলায় গত (৩০ মে) আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply