নবীগঞ্জ সংবাদদাতা::নবীগঞ্জ- বাহুবল সার্কেলের নবাগত সহকারী পৃুলিশ সুপার আবুল খায়েরকে বরন উপলেক্ষ্যে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গত
বুধবার রাতে থানার মিলানায়তনে বরন অনুষ্ঠান অনুস্টিত হয়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শন অপারেশন মোঃ আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অথিতি ছিলেন নবাগত সহকারী পুলিশ সুপার আবুল খায়ের।
এতে বক্তব্য রাখেন ওসি তদন্ত আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু,সাবেক সভাপতি সরওয়ার শিকদার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম তালুকদার,সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ,সদস্য মোজাহিদ আলম চৌধুরী,সদস্য নাবেদ মিয়া,থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ, এস আই সামসুল ইসলাম,এস আই অমিতাভ তালুকদার,এস আই আব্দুল ওয়াদুদ,এস আই মৃদুল কান্তি ভৌমিক,এস আই অঞ্জন কুমার দেব, আই শিরিন আক্তার,এ এস আই জামাল মিয়া,কনস্টেবল পলাশ বৈদ্য প্রমূখ।
এ সময় নবীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুত নবাগত সহকারী পুলিশ সুপার আবুল খায়েরকে ফুলের তোড়াা দিয়ে বরর করা হয়।
নবাগত সহকারী পুলিশ সুপার বলেন, পুলিশ জনগনের বন্ধু হিসাবে সর্বদা কাজ করে আসছে। তাই দায়িত্ব পালনে কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানী শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক নিমুলে জিরো টলারেন্স হিসাবে কাজ করতে হবে সবাইকে।
তিনি দায়িত্ব পালনে ও অপরাধ দমনে তথ্য দিয়ে তাকে সহযোগীতার করার জন্য প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply