নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালী জেলার চাটখিলের ঐতিহ্যবাহি চাটখিল পি.জি সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল গেইটের সামনে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে মূল গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
খবর পেয়ে ইউএনও আবু সালেহ মো. মোসা, পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিন ও চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ইউএনও শিক্ষার্থীদেরকে নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে জেলা পরিষদের সঙ্গে পরামর্শের আশ্বাস দেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন।
Leave a Reply