নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জন।
গত ২৪ ঘন্টায় ৩৫০টি নমুনা পরীক্ষা করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৮৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ২৯০ জন। যার মধ্যে সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৬৪ জন রোগী।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন। যার মধ্যে সদর উপজেলায় ৪৯জন। এ উপজেলায় সংক্রমণ বাড়ায় গত ৫ জুন থেকে ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় ৭দিনের বিশেষ লকডাউন চলছে।
জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২২০১ জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৭ জন রোগী।
Leave a Reply