নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে পুর্ব শত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে আহত করেছে চিহ্নিত সন্ত্রাসীরা । আহত যুবক সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের ওবায়েদুল হকের পুত্র প্রবাসী মো. কামাল উদ্দিন। আহত কামাল উদ্দিন নোয়াখালী জেনারেল হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (০৯ জুন) সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের মালেকের দোকানে প্রবাসী কামাল উদ্দিন দোকানে চা খাওয়া অবস্থায় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী মৃত সফি মিয়া (সফি চোরা)’র ছেলে মো. মাইন উদ্দিন ,মো.রফিক, মো.ইসমাইল, আহসান উল্লাহ, ও ছায়েদুল হক (সাদু)’র ছেলে জসিম উদ্দিন তুষার, ৬নং ওয়ার্ড থেকে বর্তমানে মেম্বার পদপ্রার্থী আব্দুর রহিম, রুহুল আমিনের পুত্র আবুল কালাম, সেলিমের পুত্র মাসুদের নেতৃত্বে অতর্কিত হামলা করে। প্রবাসী কামাল উদ্দিনের মাথায় রামদা দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তখন সন্ত্রাসীরা কামালের একটি পাঁ কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে।
এসময় চিহ্নিত সন্ত্রাসী গরু চোর রফিক একটি স্ক্রু দিয়ে কামালের চোখে প্রচন্ড আঘাত করে। পরে কামালের আত্মীয় স্বজন খবর পেয়ে এলাকাবাসীকে ডাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে থাকা কামালের একটি মোটর সাইকেলকেও ভাঙচুর করে তারা। পরে আহত কামালকে এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করে। নোয়াখালী জেনারেল হসপিটালে কর্তব্যরত চিকিৎসক জানান কামালের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এসময় স্থানীয় এলাকাবাসী কালু মিয়া প্রতিবাদ করলে তাকেও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এলাকাবাসী জানান, চিহ্নিত এসকল সন্ত্রাসীদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে হামলা করে। ইতিপুর্বে একাধিক ঘটনায় প্রবাসী কামাল উদ্দিন প্রতিবাদ করায় সন্ত্রাসীরা কামালকে একা পেয়ে হামলা করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক খবর পেয়ে এসআই নুরুল ইসলাম ও দিপক দেবনাথকে ঘটনাস্থলে পাঠালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এসময় এনায়েত নামে একজনকে আটক করে।
Leave a Reply