জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে \ নবীগঞ্জে দিন-দুপুরে তালা ভেংগে ইলেক্ট্রনিক্স দোকানে চুরি করার সময় ২ চুরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ২ চোর ভ্রাম্মনবাড়িয়া জেলার নবীনগরের আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়া (৪৫) ও বি-বাড়িয়া থানার ইকবাল মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টার দিকে বেশ কিছু সময় ধরে ৪/৫জনের একদল চোরচক্র নবীগঞ্জ পৌর শহরতলীর নতুন বাজার মোড়ে অবস্থিত ট্রাফিক পয়েন্টে অবস্থিত তামিম ইলেক্ট্রনিক্সের তালা ভাংগার চেষ্টা চালায় পরে চুরি করতে ব্যার্থ হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ততক্ষনে দোকানের কতৃপক্ষ দোকানে এসে তালা ভাঙ্গার চেষ্টা করা হয়েছে বলে সন্দেহ জাগলে সিসি টিভিতে ৪/৫ জনের একটি দলকে তালা নাড়াচাড়া করতে দেখেন এবং পরে স্থানীয়দের সহযোগীতায় ২ চোরকে আটক করেন ও বাকীরা পালিয়ে যায়। আটককৃত ২ জনের কথাবার্তায় সন্দেহ হলে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ চোরকে আটক করে থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply