নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে চলমান লকডাউনে প্রধান সড়কে যাত্রী পরিবহন করায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা (ইজিবাইক) আটক করে থানায় নেওয়ার পথে এক পুলিশ কনস্টেবলকে নিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে চালক ফারুক হোসেন। এসময় পুলিশ কনস্টেবল ওই চালককে থামানোর শত চেষ্টায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরত্বর আহত হন।
রোববার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ের প্লাট রোড়ে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা দেড় কিলোমিটার ধাওয়া করে শহরের মেথর পট্টি এলাকায় অটোরিকশাসহ চালক ফারুককে আটক করে থানায় সোপর্দ করে।
চালক ফারুক হোসেন জানায়, সার্জেন্ট ইউসূফ তার অটোরিকশাটি আটক করে পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। এসময় অনেক কান্নাকাটি করেও পুলিশের মন গলাতে পারিনি। টাকা দিতে না পারায় পুলিশ অনেক গালমন্দও করেছে। এক পর্যায়ে অটোরিকাটি থানায় নিয়ে যেতে তিনি কনস্টেবল প্রিয় তোষকে নির্দেশ দেন। অটোরিকশাটি থানায় নিয়ে আটকে রাখলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে চিন্তা করে হিতাহিত জ্ঞান হারিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এসময় কনস্টেবল প্রিয় তোষ অটোরিকশার পিছন সিট থেকে আমাকে মারধর করতে গিয়ে ছিটকে পড়ে গেছে।
Leave a Reply