মো.জামাল আহমেদ ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি::সারাদেশে ন্যায় ভৈরবে কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি বাড়াই মাস্ক ব্যবহার স্বাস্থ্য বিধি না মানায় ১০ জনকে ৪ হাজার ২’শ টাকা জরিমানা ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে ভ্র্যাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয় মোড় ও ভৈরব বাজারে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ৪’হাজার ২’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। পরে সচেতনতায় পথচারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় ৩ ‘শ মাস্ক বিতরণ করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান সারাদেশে ন্যায় ভৈরবে কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি বাড়াই করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি না মানায় এ জরিমানা করা হয়।জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকার অনুরোধ করেন তিনি।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ভৈরব থানা পুলিশ।
Leave a Reply