নাহিদ আহমেদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় দু’দিনে আরও ২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি। এ নিয়ে গত ১৪ দিনে মোট ৬ জন রোগী শনাক্ত হয়েছেন এ উপজেলায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার ও রবিবার ১ জন করে মোট ২ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মাঝে একজন পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও অপরজন একই ইউনিয়নের শত্রুমর্দন (দেববাড়ি মোড়) এলাকার বাসিন্দা। তারা দু’জনই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, আমরা আক্রান্তদের তাদের বাড়িতেই হোম আইসোলেশনে রেখেছি। খোঁজ খবর রাখছি। অবস্থা বুঝে তাদেরকে হাসপাতালে নেওয়া হবে।
Leave a Reply