দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা বাজারে কাপড়ের দোকানের আধুনিকতা ও রুচিবোধের ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করেছে মনসুর ফ্যাশন। শুক্রবার(১৬ জুলাই) বিকাল ৩টায় বাজারের মধ্যগলিতে (হাজি আবদুল হেকিম মার্কেটের বিপরীতে) নতুন এ কাপড়ের দোকানের উদ্বোধন হয়।
ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রিয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন। এসময় তিনি দোকানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দোকানের প্রতিষ্ঠাতা, পরিচালক মো. মনসুর উদ্দিন বলেন, নারী-পুরুষ, শিশু সকল শ্রেণির মানুষের রুচিবোধ সম্পন্ন কাপড় আমাদের দোকান থেকে সূলভমূল্যে ক্রেতারা ক্রয় করতে পারবেন। আধুনিকতার সমন্বয়ে আমরা যতেষ্ট পুরুষদের কাপড়ও রেখেছি। সকলকে মনসুর ফ্যাশনে আসার আমন্ত্রণ জানাচ্ছি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আউয়াল উদ্দিন, ব্যবসায়ী নজরুল মিয়া, বিএনপি নেতা আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরমান উদ্দিন, পশ্চিম পাগলা ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য রঞ্জিত সূত্রধর, যুবদল নেতা মুরাদ আহমেদ চৌধুরী, ব্যবসায়ী কেশব দেব, সমাজকর্মী মো. কিবরিয়া, খলিলুর রহমান, মাসুম আহমদ, মো. আজাদ হোসেন, বদরুল আহমদ, হেলাল উদ্দিন ও ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন কামরান প্রমুুুখ।
সব শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান দোকানটির প্রতিষ্ঠাতা মনসুর উদ্দিন।
Leave a Reply