নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা: :হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ সহ ৩ জনকে বখাটেদের ছুরিকাঘাতের ঘটনায় শনিবার (২১ জুলাই) কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি কলেজের ক্যাম্পাস থেকে শুরু করে নবীগঞ্জ শহরতলীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে এসে এক পথ সভায় মিলিত হয়।
এসময় তাদের সাথে ঐক্যমত পোষন করেছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক রেজাউল করিম,নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু,কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি,ছাত্রদল নেতা ফোয়াদ হাসান রাজন,
সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন-সুলতান আহমেদ তারেক,আব্দুল আজিজ,সোহাগ আহমেদ,আসিফ আহমেদ,শাফি আহমেদ,ছাত্রী মিলি বেগম,রিয়া আক্তার, প্রমুখ। এ সময় আন্দোলনকারীরা জানান,হামলাকারীকে গ্রেফতার না করলে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পরীক্ষা ও ক্লাস বর্জন করা হবে।
Leave a Reply