বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়া ও ব্যবহারের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত । রবিবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ দন্ড দেন।
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এবিএম মিজানুর রহমান জানান, পৌর সদরের বয়রাতলা নামক স্থানে জনৈক এইচএম শহিদুজ্জামান নিজের একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা সত্ত্বেও তিনি অবৈধভাবে আরো একটি বিদ্যুৎ সংযোগ নিয়ে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেন। আর এ কারনে ভ্রাম্যমান আদালত বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, বিদ্যুৎ রাষ্টীয় সম্পদ। এ সম্পদের চুরি করে অবৈধভাবে ব্যবহার আইন অনুযায়ী অপরাধ। দেশের মানুষকে এই বিষয়ে আরো সচেতন হতে হবে এবং আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হতে হবে।
Leave a Reply