বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দূর্ঘটনায় অহিদুর জামান (২৯) নামের এক মোটেরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (০৮ আগস্ট) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার বলভাদ্রপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ উপজেলার মহিশপুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত অহিদুর জামান সাতক্ষিরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের শেখ আহমদ আলীর ছেলে। বোনের বাড়িতে বেড়াতে মোরেলগঞ্জে এসেছিলেন।
মহিশপুরা পুলিশ ক্যাম্পের এসআই মাহমুদ হাসান বলেন, বলভাদ্রপুর এলাকার শাহার ব্রিজের পাশে যেকোন গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক অহিদুর জামান পড়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply