-
- জাতীয়
- নবীগঞ্জ প্রেসক্লাবের বৃক্ষরোপন
- আপডেট টাইম : August, 20, 2021, 8:32 pm
- 242 বার
নবীগঞ্জ প্রতিনিধিঃনবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যােগে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দরকান্দি সরকারী আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার(২০ আগষ্ট) সকালে ৩৩ টি ঘরের মাঝে নতুন ভুমিতে বিভিন্ন ফলজ শতাধিক গাছ রোপন করা হয়। প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল এবং সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সার্বিক তত্ত্ববধানে বৃক্ষরোপন কার্য্যক্রমে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী,সাবেক সভাপতি এটি এম সালাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম,সদস্য মোজাহিদ আলম চৌধুরী,মান্দার কান্দি প্রাইমারী স্কুলের এসএমসির সহ সভাপতি অঞ্জন পুরকায়াস্থ,স্বাস্থ্য সহকারী পরিমল মালাকার,রাজরানী সুভাষনী স্কুল কমিটির সদস্য ফরহাদ আহমদ পাঠান, এস এম এ দুলাল সরকার প্রমূখ।
এছাড়াও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply