-
- জাতীয়
- নবীগঞ্জে গাজা ব্যবসায়ী নারীকে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
- আপডেট টাইম : September, 10, 2021, 2:18 am
- 247 বার
নবীগঞ্জ সংবাদদাতা :
নবীগঞ্জে গাজা সেবন ও বিক্রয়কারী হাছেনা বেগম(৩৫) নামে এক নারীকে মোবাইল কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৫ শ’ টাকা জরিমানা করা হয়েছে। হাছেনা বেগম উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের সাদির মিয়ার স্ত্রী।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পশ্চিম তিমিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় গাঁজা বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় হাছেনা বেগমকে
আটক করা হয়।
হাছেনা বেগম অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ০৯ ধারার অপরাধের ২০০৯ এর ৭(২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করা হয়। এ সময় সেবন ও বিক্রয়ে সহযোগী তাঁর স্বামী সাদির মিয়া পালিয়ে যায়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর মোঃ মাহমুদুল্লা ও নবীগঞ্জ থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply