নবীন, নোয়াখালী প্রতিনিধি ঃ নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে রাতে অভিষান চালিয়ে ২৫টি বগি দা সহ ২ জনকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ।
জানা গেছে,জাহাজমারা তদন্ত কেন্দ্রের এস আই মাসুূদ আলম পাটোয়ারী সহ সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন ডিউটি করার সময় স্থানীদের সহযোগীতায় বৃহঃবার রাত ১২ টার সময় জাহাজমারা ইউনিয়নের ৫নং ওয়াডের্র বিরবিরি তালুকের মুদি দোকানের পশ্চিম পার্শে পাকা রাস্তায় স্থানীয়দের সহযোগিতায় ডাকাত মোঃ সাখাওয়াত হোসেন (৪৫) ও মোঃ নাহিদুল হক (৪৫) কে ২৫টি বগি দা সহ আটক করে। মোঃ সাখাওয়াত হোসেন (৪৫) বিরবিরি এলাকার মোঃ জাবের হোসেন এর ছেলে। এছাড়া অপরজন ভন্ডবিল, আলম ডাংগা থানার চুয়াডাঙ্গা জেলার মৃত মাহমুদুল হকের ছেলে মোঃ নাহিদুল হক (৪৫)। পরে আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে এই বগি দা গুলো সংগ্রহ করেছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া থানা ওসি তদন্ত কাঞ্চনকান্তি দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply