সোহেল রানা কুষ্টিয়া থেকে::গত সোমবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া হতে চুয়াডাঙ্গা হাইওয়ের বড় আইলচারা বাকসো ব্রীজ এর উপর হতে -মোঃ আহম্মদ আলী, -সোনাপুর গ্রামের মো:আহম্মদ আলীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস(৩৩) কে ২২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
যার ওজন ২২.০১ (বাইশ দশমিক শুন্য এক) গ্রাম। মূল্য অনুমান ১,১০,৫০০/-(একলক্ষ দশ হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply