জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার প্রশাসনে উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহন অনুষ্টানের মধ্যে দিয়ে যোগদান করেন।
দায়িত্ব গ্রহন অনুষ্টানে সভাপতিত্ব করেন চলতি দায়িত্বে থাকা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাফি উল্লাহ। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.ফারজানা আক্তার,উপজেলা এলজি আইডি ইনঞ্জিনিয়ার মো.গোলাম সারোয়ার,উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো.জয়নাল আবেদীন,জগন্নাথপুর থানার তদন্ত (অসি) মো.আশরাফুল আলম প্রমুখ।
দায়িত্ব গ্রহন অনুষ্টানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার একাডেমিক সুপার ভাইজার অরুপ রায় সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Leave a Reply