বিনোদন ডেস্ক::স্বাধীন বাবুর সুরে ও এস পি শাহীনের কথায় বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও কন্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর কন্ঠে “তোমার খবর নাই ” গানটি ফোক বিচ্ছেদ ঘারানার একটি গান।গানটির কথায় এস পি শাহীন তুলে ধরেছেন, একটি হৃদয় ভাঙার গল্প,।কিভাবে একজন স্বচ্ছ মানুষ ধীরে ধীরে প্রেমিক হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তেমনি কথা মালা সাজিয়েছেন।গানটি সুর করেছেন সুরকার ও কন্ঠশিল্পী স্বাধীন বাবু। গানটিকে ঘিরে স্বাধীন বাবু বলেন – গানটির লিরিক এস পি শাহীন খুবই অসাধারণ লিখেছেন।আমি বাবু ভাইয়ের অন্য গানগুলির প্রতি দৃষ্টি রেখে তার গলায় টিউনটি যেন একেবারে মানিয়ে যায় ঠিক সেই রকম একটি টিউন করেছি।
বাবু ভাইয়ের গলায় ও বেশ মানিয়েছে “তোমার খবর নাই” আশারাখি এই গানটিতে নতুন সুরের ধারা খুঁজে পাবে শ্রোতারা। বিশ্বাস করি সব মিলিয়ে গানটি কালজয়ী হবার মতই একটি গান । গানটি রেকর্ড হয়েছে মগবাজার এর আলিঙ্গন স্টুডিও “তে।
গানটি বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান এর ব্যানারে রিলিজ হবে দেশের সকল মোবাইল অপারেটর এ কলারটিউন হয়ে।গানটি ভিডিও নির্মান করেছেন স্বাধীন বাবু।
Leave a Reply