-
- Uncategorized
- নবীগঞ্জে সুপারী গাছ থেকে পড়ে ১০বছরের শিশর নিহত
- আপডেট টাইম : November, 21, 2021, 2:25 am
- 243 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক গ্রামের মারুপ মিয়া(১০) নামে এক শিশু সুপারী গাছ থেকে মাটিতে পড়ে নিহত হয়েছে। নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত মজনু মিয়ার পুত্র।
পুলিশও পারিবারিক সূত্র জানায়,গতকাল শনিবার দুপুরে মারুপ বাড়ীর পাশেসুপারী পেড়ে নিয়ে আসতে একটি সুপারী গাছের অনেক উপরে উঠে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে সে মাটিতে পড়ে যায়।
বাড়ীর লোকজন তাৎক্ষণিক মারুপকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই শাহজাহান জানান,মৃত দেহটি থানায় পাঠানো হয়েছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply