-
- জাতীয়
- নবীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন।। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৪, বিদ্রোহী ৪, স্বতন্ত্র ৫ নির্বাচিত
- আপডেট টাইম : November, 29, 2021, 12:06 am
- 236 বার
বুলবুল আহমেদ : নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। ১৩ ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন বড় ভাৈকর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রঙ্গলাল দাশ( ঘোড়া), বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ প্রার্থী আক্তার মিয়া ছুবা( নৌকা), ইনাতগঞ্জ ইউনিয়ন বিদ্রোহী নোমান হোসেন( ঘোড়া)।
দীঘলবাক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ছালিক মিয়া( আনারস), আউশকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন( নৌকা), কুর্শি ইউনিয়নে
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদুর রহমান খালেদ( আনারস),করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী নির্মুলেন্দু দাশ রানা( ঘোড়া), নবীগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব ( নৌকা), বাউশা ইউনিয়নে স্বতন্ত্র ( বিএনপি সভাপতি) ছাদিকুর রহমান শিশু( আনারস), দেবপাড়া ইউনিয়নের স্বতন্ত্র শাহ রিয়াজ নাদিম সুমন( চশম),
গজনাইপুর ইউনিয়নে ইমদাদুর রহমান মুকুল আওয়ামীলীগ বিদ্রোহী( আনারস), কালিয়াভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী ইমদাদুল হক চৌধুরী ( আনারস), পানিউমদা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান ( নৌকা)।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply