বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের পূর্বেই ভোটারগন ভোট কেন্দ্রে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
নির্বাচনে শিপু আহমেদ (টিউভওয়েল) ৫’শ ৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী তখলিছ মিয়া (মোরগ প্রতীক) পেয়েছেন ৪শ ৩ভোট।
মঙ্গলবার কাজীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ,আনসার সদস্য ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ দায়িত্ব পালন করেন।
ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২০৪। ৯৩৯ ভোট প্রয়োগ করা হয়েছে। বাতিল ৬ ভোট বাতিল ও অনুপস্থিত ছিলেন ২৬৫ জন ভোটার।
জানাযায় উপজেলার ১৩টি ইউনয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
উপজেলার বড় ভাকৈর( পূর্ব) ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ৪ জন সাধারন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন মো: শিপু আহমেদ( টিউবওয়েল),মো: তখলিছ মিয়া( মোরগ), মহিবুর রহমান ( ফুটবল), আব্দুন নুর( ঘুড়ি।
ভোট গনণা শেষে ২ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর ভোট সমান হয়। প্রার্থী মো:শিপু আহমেদ ( টিউবওয়েল) ও তকলিছ মিয়া( মোরগ) ২৯১ করে সমান ভোট পান। ফলে ওই কেন্দ্রে সাধারণ সদস্য পদে অংশ নেয়া প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশন কর্তৃক পুনরায় ওই কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।
নির্বাচনে দায়িত্বরত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply