হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে দু’ পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত সমছু মিয়ার পুত্র ছুপান মিয়া(৩৫) ও ফরিদ মিয়া(৩৬), কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের নুর উদ্দিন ও খালিছ মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়ই ইট পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে আহতরা হলেন,সমসু মিয়ার পুত্র ছুপান মিয়া(৩৫),আব্দুস সালামের পুত্র ওয়াদুদ মিয়া(৩০)চানপর উল্লার পুত্র তারাব উদ্দিন(৪০) লুদা মিয়ার পুত্র জাকির হোসেন(৩৬),চানপর উল্লার পুত্র আনেছ মিয়া(৩৬), তাহির মিয়া (৪০) আল- আমিন (৩৩)। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ইনাতগঞ্জ ফাঁড়ির এএসআই লোকেশ দাশ জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply