ডেস্ক নিউজ ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের ধাওয়া খেয়ে কুশিয়ারা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে কুশিয়ার নদীর বাগময়না এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান উদ্ধারকারীরা। গত দুই দিন ধরে পুলিশ এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে বুধবার বিকেলে জুয়া খেলছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জুয়ার আসরে অভিযান চালান। সেখানে পুলিশের ধাওয়ায় চার ব্যক্তি কুশিয়ারায় ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের তাজ উদ্দিন (৬৫) নিখোঁজ হন। আজ সকালে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সূত্র জগন্নাথপুর 24
Leave a Reply