নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে নতুন যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার, জেলা সিনিয়ন তথ্য কর্মকর্তা আবদুল্লা আল মামুন সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের সমন্বয় সহযোগিতার মাধ্যমে ২শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নোয়াখালীকে আগামীর সম্ভাবনাময় একটি জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।
২৬.০১.২০২২
Leave a Reply