জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ২৫০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিহল উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা (পশ্চিম পাড়া) গ্রামের মৃত একরাম আলীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন উরফে কামকা (৭৫)।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশৗদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে গত রবিবার রাত ৮টায় ২৫০ গ্রাম গাঁজা সহ মোঃ গিয়াস উদ্দিন উরফে কামকা (৭৫)কে গ্রেফতার করেন।
এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply