রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে সম্মেলন ও সেই সাথে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নির্বাচনে মোট প্রার্থী ৫ জন, ২ জন সভাপতি ও ৩ জন সেক্রেটারী। সভাপতি প্রাথীরা হলেন মেহেদী হাসান শুব্র মার্কা আনারস,জাহিদুল হক আজিম মার্কা বাঘ,সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর হোসেন মার্কা দোয়াত কলম,বিপ্লব শীল মার্কা চেয়ার,রাশেদুল মার্কা ছাতা।
শুক্রবার দিনব্যাপি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুল হক আজিমের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামান, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক,গাজী আব্দুল মালেক,সম্মেলনে উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ সদস্যের সভাপতি মামুনুর রশিদ মামুন,
প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হক শিবলী ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব আব্দুল আওয়াল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্মেলন ও নির্বাচনের সার্বিক পরিচালনায় ও প্রস্তুতি কমিটির আহবায়ক খালিদ আল মামুন প্রিন্স। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় মেহেদী হাসান শুব্র মার্কা আনারস, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয় জাহাঙ্গীর হোসেন মার্কা দোয়াত কলম।
Leave a Reply