-
- জাতীয়
- নবীগঞ্জ দূর্ঘটনায় আহত পৌরসভার সাবেক প্যানেল মেয়র,সাংবাদিক সালামের স্ত্রীর মৃত্যু
- আপডেট টাইম : April, 20, 2022, 9:08 pm
- 183 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামের স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায় গত মঙ্গলবার বিকেলে তিনি মটর সাইকেল দূর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোরে ইন্তেকাল করেন।
বুধবার বেলা ২টায় নবীগঞ্জ দারুল উলুম ঈদ মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হয়। উক্ত জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। পরে গ্রাম্য কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply