নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কীর্তিনারায়ন কলেজের প্রতিষ্টাতা, মেজর (অব:) সুরঞ্জন দাশ ও তার স্ত্রী সুপর্ণা দাশের মর্মান্তিক মৃত্যুতে, নবীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত শোক বইয়ে সাক্ষর প্রদান করেছেন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন।
গতকাল বুধবার সন্ধায় তিনি সাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,প্রেসক্লাবের যুগ্নসাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী।
শোক বইয়ে তিনি উল্লেখ করেন মেজর সুরঞ্জন দাশ ছিলেন দানশীল ব্যক্তিত্ব,বড় মনের একজন মানুষ। তিনি ছিলেন ৭১ সালের রনাঙ্গনের বীর সৈনিক। তিনি উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে প্রতিষ্টা করে গেছেন কীর্তি নারায়ন কলেজ। কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন আজীবন।
পরিশেষে তিনি তাদের আত্মার শান্তি কামনা করে সাক্ষর করেন।
Leave a Reply